Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে দু’গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ ১৫জন আহত হয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার পশ্চিম পাকুরিয়া গ্রামের মৃত রোশন আলীর ছেলে রুবেলের একটি গরু বাগবাড়ি গ্রামের আঃ মজিদের ধান েেতর ধান নষ্ট করে। এ সময় আঃ মজিদ রুবেলের ছোট ভাই সুফল (১০) ও জুয়েল (১৫) মারধর করে । এ ঘটনার জের ধরে সন্ধ্যায় বাগবাড়ি গ্রামের আঃ মজিদ, আবুল কালামসহ একদল দেশীয় অস্ত্রধারী লোক পশ্চিম পাকুরিয়া গ্রামের তৈয়ব আলীর চুনারুঘাট পৌর শহরের রাণীগাও রোডের চায়ের দোকানে হামলা চালায় এবং লুটপাট করে। হামলাকারীদের রামদার কুপে পশ্চিম পাকুরিয়া গ্রামের সুরুজ আলী (৭০), জুয়েল (১৪), রুবেল (১৯), সুফল (১০), মোছাঃ মালেকা খাতুন (৪৫), আতর ্আলী (২৭), হায়দর আলী (২৩), সুজন (১২) গুরুতর আহত হয়। এ দিকে বাগবাড়ি গ্রামের আহত হল-দুলাল (২৮), সেলিম (২০), শাহিন (২২)। আহতদের মধ্যে গুরুতর আহত সুরুজ আলী, হায়দর আলী, জুয়েলকে চুনারুঘাট হাসপাতাল থেকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।