Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড

মোঃ আলমগীর মিয়া/ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে নুরে আলম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শাহীন দেলোয়ার। দন্ডপ্রাপ্ত নুরে আলম উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের সেলিম মিয়ার পুত্র।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে ফসলি জমির টপ সয়েল কেটে মাটি বিক্রি করে আসছিলেন কতিপয় ব্যবসায়ীরা। এতে গ্রামীণ জনপদের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শাহীন দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ পাইকপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে নুরে আলমকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নুরে আলমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শাহীন দেলোয়ার মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।