Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে গৃহবধুর মৃত্যু হত্যা না আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মীরেরপাড়া গ্রামে সুলতানা আক্তার (২৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে গৃহবধুর ভাইয়ের দাবী যৌতুকের দাবিতে সুলতানা পিটিয়ে হত্যা করা হয়েছে। জানা যায়, বাহুবল উপজেলার নন্দনপুর গ্রামের শহীদ মিয়ার কন্যা সুলতানা আক্তার এর বিয়ে হয় একই গ্রামের নুরুল ইসলাম নাহিদের সাথে। তাদের ৭ মাসের একটি সন্তান রয়েছে। গতকাল রাতে সুলতানা গলায় ফাঁস দেয়। বাড়ির লোকজন দেখতে পেয়ে মুমুর্ষূ অবস্থায় তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত সুলতানার ভাই মানিক মিয়ার দাবী, ইদানিং যৌতুকের জন্য সুলতানাকে স্বামী নাহিদ ও তার পিতা-মাতা নির্যাতন করে। বিষয়টি ফোনে সুলতানা তাকে জানাতো। গতকাল সোমবার রাত ৮টার দিকে শশুর বাড়িতে সুলতানাকে মারপিট করা হয়। এতে সে অচেতন হয়ে পড়লে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ লাশের সুরতহাল করে।