Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

তারুণ্য সমাবেশে ব্যারিস্টার সুমন আমি যদি ফেসবুক প্রোডাক্ট হই তবে শেখ হাসিনা’র প্রোডাক্টও

স্টাফ রিপোর্টার ॥ আমাকে বলা হয় ফেসবুক প্রোডাক্ট। ফেসবুক এমপি। আমি যদি ফেসবুক প্রোডাক্ট হই, তবে শেখ হাসিনা প্রোডাক্টও। কারণ এ ফেসবুক, ইন্টারনেট এসবতো শেখ হাসিনার কল্যাণেই হয়েছে। শনিবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। স্থানীয় ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আবু জাহির, সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, সচেতনতা বৃদ্ধির জন্য ডিজিটাল সেন্টার তৈরীর জন্য কাজ করছি। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা তৈরী করতে পারি। আমরা প্রযুক্তিগত ব্যবহারের সক্ষমতা তৈরী করতে চাই। যেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ও অপরাধ যা হচ্ছে তা প্রতিরোধ করতে পারি। সাইবার এ্যাক্ট আইনের বাস্তবায়ন করতে পারি। বিভিন্ন দেশের সাথে সাইবার এ্যাক্ট নিয়ে কাজ করছি। পরে প্রধান অতিথি জেলার ২৬০ তরুণী উদ্যোক্তার মধ্যে ল্যাপটপ বিতরণ করেন।