Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চাঁনপুরে আছিয়া হত্যার ঘটনায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রাম থেকে তিন সন্তানের জননী আছিয়া খাতুন (৫৫) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নিহতের পুত্র হাবিবুর রহমান বাদি হয়ে অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে মামলা করেন। তিনি ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী। এর আগে পুলিশ নিহতের অপর পুত্র আব্দুল মজিদকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে প্রেরণ করে। গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে লোকড়া ইউনিয়নের চাঁনপুর মাঠের পাশে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। এ সময় ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল মজিদ ও তার স্ত্রী রিমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে মজিদের নিকট থেকে পুলিশ চাঞ্চল্যকর তথ্য পায়। তবে রিমার কাছ থেকে তথ্য না পাওয়ায় জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়।
পুলিশ জানায়, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। তবে কী কারণে, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা অচিরেই বের হয়ে আসবে।