Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বর্ণিল সাজসজ্জ্বা আর জমকালো আয়োজনের মধ্যদিয়ে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বুধবার (৩১ জানুয়ারী) দিনব্যাপী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকালে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ। এর পরই স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্ববোধক গানের সাথে মনমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করা হয়। প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হৃদয় সরকার’র সঞ্চালনায় পুরস্কার বিতরণী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মহিউদ্দিন আগা খান, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর সিদ্দীকি। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বলেন, ছাত্র জীবনটি অত্যান্ত মূল্যবান একটি সময় এই সময়টিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে পরবর্তী জীবনটিকে অনেক উপভোগ করা যাবে। আজকের ছাত্ররাই আগামীতে দেশের নেতৃত্বে আসবে অতএব তাদের সেইভাবেই প্রস্তুত করতে হবে। শিক্ষক এবং মাবাবাকে সব সময় শ্রদ্ধার চোখে দেখতে হবে, তাদের সম্মানহানী হয় এরূপ আচরণ কখনো যেন আমরা না করি। বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করতে হবে, এ অভ্যাসটি ছাত্রবস্থায়ই নিজেদের মধ্যে গড়ে তুলতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধূলাসহ সকল সহপাঠক্রম বিষয়ে অংশ গ্রহন করে নিজেকে আগামীর জন্য তৈরী করতে হবে। আলোচনা সভার পর বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকার অকান্ত পরিশ্রমে পুরো অনুষ্ঠানটি অত্যান্ত সফল ভাবে সম্পন্ন হয়।