Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে চোরাই কাঠের রমরমা ব্যবসা ॥ প্রশাসনের নিরব ভূমিকা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ সদর উপজেলা শায়েস্তাগঞ্জে চলছে বিভিন্ন জাতের চোলাই কাঠের রমরমা ব্যবসা। প্রশাসনের নাকের ডগায় এসব বনজ কাঠ ক্রয় বিক্রয় হলে ও রহস্যজনক কারনে তারা নিরব। অবৈধ চোরাই কাঠ ব্যবসায়ীদের দাপটে সাধারণ বৈধ ব্যবসায়ীরা পথে বসেছে। সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে গোটা এলাকা জুড়ে বেড়াচ্ছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটের সদস্যরা চোরাই পথে দিনে রাতে কাঠ পাচার করে মোটা অংকের টাকা কামাই করছে।
সরেজমিন গিয়ে জানা যায়, শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়ক চৌমুহনী, পুরান বাজার, লস্করপুর, কলিমনগর, সুতাং (আলীগঞ্জ বাজার) চুনারুঘাট উপজেলার শানখলা বাজার নিয়মনীতির তোয়াক্কা না করে উঠেছে ১৫টি ‘স’ মিল। ওই সব ‘স’ মিলকে ঘিরে ব্যবসায়ী অধিক মুনাফার আশায় চলছে চোরাই কাঠের রমরমা ব্যবসা। বেশ কয়েকটি শক্তিশালী সিন্ডিকেট কাজকরছে এর পেছনে। এরা বাহুবল, চুনারুঘাট, মাধবপুর উপজেলার বিভিন্ন বন থেকে বন বিভাগের কিছু অসৎ কর্মকর্তাকে ম্যানেজ করে চোরাই কাঠ শায়েস্তাগঞ্জ সহ হবিগঞ্জ শহরে নিয়ে আসে। ওই কাঠের হেমার নেই, নেই কোন নাম্বার। চোরাই কাঠ ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে কোন ভাবেই পুষিয়ে উঠতে পারছে না বৈধ কাঠ ব্যবসায়ীরা। এক কাঠ ব্যবসায়ী এ প্রতিনিধিকে জানান, চোরাই কাঠ ব্যবসায়ীর দাপটে সাধারণ বৈধ ব্যবসায়ীদের এখন মাথায় হাত। এ পর্যন্ত অবৈধ চোরাই কাঠ ব্যবসায়ীদের কারনে বর্তমান সরকার লক্ষাধিক টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।