Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে কাবিটা’র টাকা আত্মসাত তদন্তে সত্যতা পাওয়া যায়নি

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের সত্যতা পাওয়া যায়নি। বাহুবল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার গতকাল সরজমিন পরিদর্শন করে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারকে তদন্ত প্রতিবেদন দিয়েছেন। এছাড়া সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা প্রশাসক এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার বরাবরে অনুলিপি দেয়া হয়েছে। প্রতিবেদনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উল্লেখ করেন-২০১৩-১৪ অর্থ বছরে কাবিটা কর্মসূচির আওতায় সংরক্ষিত সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অনুকুলে বরাদ্দকৃত দেড় লাখ টাকার বিপরীতে স্নানঘাট ইউনিয়নের ‘বাহুবল স্নানঘাট-রইছগঞ্জ-মুদাহরপুর গ্রামের কবরস্থান হতে অমৃতা রাস্তায় মাটি ভরাট প্রকল্প গ্রহণ করা হয়। এ প্রকল্পের টাকা আত্মসাত করা হয়েছে মর্মে অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরজমিনে পরিদর্শন ও তদন্ত করেন। তদন্তে আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন।