Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত শিক্ষকদের সম্মান করা

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বাবা-মা সন্তান জন্ম দেন আর শিক্ষকরা তাদের মানুষ করেন। কাজেই প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত শিক্ষকদেরকে সম্মান করা। একজন আদর্শ শিক্ষক সকলেরই শ্রদ্ধার পাত্র। তিনি আরো বলেন মুক্তিযোদ্ধারা আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, আর আজকের শিক্ষার্থীরা আগামী দিনের জাতির কর্ণধার। তারাই আমাদের উপহার দেবে তথ্য প্রযুক্তির উন্নত দেশ।
গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আবুল ফজল চৌধুরী ও হামিদা খাতুন চৌধুরী স্মারক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
হবিগঞ্জ নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ, ঢাকাস্থ হবিগঞ্জ এসোসিয়েশনের সভাপতি ডাঃ সি এম দিলওয়ার রানা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমিনা খাতুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভি প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফরিদ উদ্দিন আহমেদ।
পরে প্রধান অতিথি কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তির টাকা ও ক্রেস্ট বিতরণ করেন। আয়োজকদের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমিনা খাতুনকে একটি সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
প্রসঙ্গত, ডাঃ সি এম দিলওয়ার রানার পিতা-মাতার নামে এই বৃত্তি প্রদান করা হয়।