Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে পৃথক সংঘর্ষে আহত ২৫

ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে গতকাল শুক্রবার সকালে পৃথক সংর্ঘষে অন্তত ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের রাহিমা বেগম (২৫) তার স্বামী সুজন মিয়া প্রবাসে থাকার কারনে শশুড় ও দেবরদের অত্যাচারে দীর্ঘদিন ধরে বাচ্চাদের নিয়ে পিত্রালয়ে বসবাস করে আসছেন। প্রবাসী স্বামী তাদের যথারীতি তাদের ভরণ পোষন নিলেও শশুড় বাড়ির লোকজন কোন খোজঁখবর রাখেন না। গতকাল শুক্রবার সকালে রাহিমা বেগমের শশুড় একই গ্রামের লাল মিয়া তার নাতী-নাতনীদের বেড়াতে নিতে আসলে রাহিমা বেগম বারণ করেন। এক পর্যায়ে লাল মিয়া তার লোকজন নিয়ে বাচ্চাদের জোরপূর্বক নিতে চাইলে তারা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে লাল মিয়া ও তার লোকজন রাহিমা বেগমের বাড়িতে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের পরিবারের সদস্যদের গুরুতর জখম করে। স্থানীয় লোকজন গুরুতর আহত রুবিনা বেগম (১৮), জাহানারা বেগম (৪৫), সিরাজুল ইসলাম (৫৫), লিটু মিয়া (২২) ও রাহিমা বেগম (২৫)কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এদের মধ্যে মূমুর্ষ অবস্থায় লিটু মিয়া ও রাহিমা বেগমকে সিলেট প্রেরণ করা হয়েছে। অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
অপর দিকে নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামে একই দিন সকালে জমিজমা ও পূর্ব বিরোধের জের ধরে দু’সহোদরের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে রুবেল মিয়া তালুকদার (২৪)কে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত শিরু মিয়া তালুকদার (৫৫), বজলু মিয়া তালুকদার (৪৫), ফয়সল মিয়া তালুকদার (২৭), মতিরা বেগম (৫০), সাইফুর রহমান তালুকদার (২২), হাজী ফুল মিয়া (৫৬), রাসেল মিয়া (২৫), হাজী কাজল মিয়া তালুকদার (৭১) ও রাহেল মিয়া তালুকদার (২০)কে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।