Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ ও লাখাই উন্মুক্ত হাওরে ১ হাজার কেজি মাছের পোনা অবমুক্ত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার উন্মুক্ত হাওরে ১ হাজার কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার সকালে হবিগঞ্জ-লাখাই সড়কের দু’পার্শ্বে এবং ভুমাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে মাছের পোনা অবমুক্তকরণ কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির। এসময় লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান, সিলেট বিভাগের উপ-পরিচালক এএসএম রাশেদুল হক, মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোঃ আরিফুর রহমান তরফদার, হাওর অঞ্চল মৎস্য চাষ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক তপন কুমার পাল, উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারী স্থাপন এবং পোনা অবমুক্তকরণ প্রকল্পের পরিচালক মোঃ মিজানুর রহমান, মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মোঃ মজিবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তোফাজ উদ্দিন আহমেদ ও লাখাই উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ বোরহান উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ বছরে হবিগঞ্জের হাওরগুলোতে মৎস্য বিভাগের উদ্যোগে প্রায় ১০ কোটি টাকার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করা মাছের পোনার মধ্যে রয়েছে রুই, কাতল, মৃগেল প্রভৃতি।