Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রামকৃষ্ণ মিশনে শেড নির্মান কাজের উদ্বোধন করেছেন-আলহাজ্ব জি কে গউছ

প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরের রামকৃষ্ণ মিশনে শেড নির্মান কাজের উদ্বোধন করেছেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। বৃহস্পতিবার সকালে মেয়র ওই শেডের ভিত্তিপ্রনস্তর স্থাপন করেন। সনাতন ধর্মাবলম্বীদের জন্য হবিগঞ্জের রামকৃষ্ণ মিশন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। প্রতিবছর যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় এ মিশনে জাকজমকভাবে কুমারী পূজা পালিত হয়। কুমারী পুজা অনুষ্ঠানের জন্য হবিগঞ্জের রামকৃষ্ণ মিশন সারাদেশে ব্যাপকভাবে পরিচিত। ওই পূজা অনুষ্ঠানের দিন সারাদেশ এমনকি দেশের বাইরে থেকেই ভক্তবৃন্দ পুজা মন্ডপে আসেন। কুমারী পুজা ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানাদি পালনের সময় ভক্তবৃন্দের সুবিধার জন্য হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ পৌরসভার নিজস্ব অর্থায়নে শেড নির্মান ও ড্রেন সংস্কারের উদ্যোগ নেন। শেড নির্মান কাজ উদ্বোধনের সময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন ামকৃষ্ণ মিশনের মহারাজ শীবাত্মানন্দজী, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর গৌতম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, উপসহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত, এডভোকেট নলীনিকান্ত রায় ও মিশনের কর্মকর্তাবৃন্দ। হবিগঞ্জ পৌরসভা সুত্র জানিয়েছে এ শেড নির্মান ও ড্রেন সংস্কারে হবিগঞ্জ পৌরসভার নিজস্ব তহবিল হতে ব্যয় হবে সাড়ে ৪ লাখ টাকা যা দ্রুততম সময়ের মাঝে বাস্তবায়িত হবে।