Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ঘরে ঘরে গ্যাসের দাবীতে ৩০ আগষ্ট অনশন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাসের দাবীতে ৩০ আগস্ট প্রতিকী অনশন কর্মসূচি পালনের লক্ষ্যে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে গত বুধবার আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আউশকান্দি হীরাগঞ্জ মধ্য বাজার রূপালী ব্যাংকের সামনে এলাকার বিশিষ্ট মুরব্বি শাহনুর আলমের সভাপতিত্বে ও সচেতন নাগরিক সমাজের অন্যতম নেতা শিহাব আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, সচেতন নাগরিক সমাজের সাধারন সম্পাদক ও আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ, বিশিষ্ট আইনজীবি ও সমাজ সেবক দেওয়ান মিনহাজ গাজী, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান পিয়ারা, সচেতন নাগরিক সমাজের অন্যতম নেতা হাজী আতাউর রহমান, ডাঃ আজিজুর রহমান, মাওলানা মুস্তফা আহমদ, সাংবাদিক এম এ আহমদ আজাদ, পল্লীবিদুৎ পরিচালক শফিউল আলম হেলাল, উপজেলা জাপা নেতা মুরাদ আহমেদ, সচেতন নাগরিক সমাজের নেতা আব্দুল মুকিত, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) হবিগঞ্জ জেলা শাখার অন্যতম নেতা শফিকুল ইসলাম সেলিম, সৈয়দ আনহার আলী, সাবেক কৃতি ফুটবলার দিলবার আহমদ প্রমূখ। সভায় আগামী ৩০শে আগষ্ট ঢাকা-সিলেট মহা-সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে বিকাল ৩টায় প্রতিকী অনশনের সিদ্ধান্ত গৃহিত হয়। আলোচনা সভা চলাকালে ৬নং কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রাম থেকে শতাধিক লোক মিছিল সহকারে আলোচনায় যোগদান করে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন।