Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে উপজেলা চেয়ারম্যানের পা ধরে ক্ষমা চাইলেন যুবলীগ নেতা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে দুই যুবলীগ নেতার বাক বিতন্ডার ঘটনা গত ২৫ আগস্ট সকালে বিচার শালিসে উপজেলা চেয়ারম্যান আবু তাহের এর কার্যালয়ে শত শত নেতা কর্মী ও মুরুব্বীদের উপস্থিতিতে মীমাংসা করে দেন। পরে উপজেলা চেয়ারম্যান আবু তাহের সম্পর্কে যুবলীগ নেতা মরতুজ সর্দার ধলাইরপাড় গ্রামের মানুষকে ক্ষেপিয়ে তুলার জন্য বিভিন্নভাবে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকে। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকালে পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা এনামূল হক মোস্তফা শহিদ অডিটরিয়ামে ব্যকস সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার সভাপতিত্বে এক শালিস বৈঠকে উপজেলা চেয়ারম্যান সম্পর্কে অপপ্রচারকারী যুবলীগ নেতা মরতুজ সর্দার উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের পা ধরে ক্ষমা প্রার্থনা করেছে।
শালিস বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আকবর হোসেন জিতু, সহ-সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা জাপার সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম তালুকদার, বিশিষ্ট মুরব্বী ছিদ্দিক আলী, আলহাজ্ব ছুরুক আলী মীর, আম্বর আলী সর্দার, আঃ মালেকসহ এলাকার বিশিষ্ট মুরব্বীয়ান।
উল্লেখ্য যে, গত ২৪ আগস্ট রাতে জেলা যুবলীগের আগামী ৪ সেপ্টেম্বরের সম্মেলনে কাউন্সিলর তালিকা নিয়ে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কে এম আনোয়ার হোসেন ও পৌর যুবলীগের সাধারন সম্পাদক কামাল উদ্দিন মিলনের মধ্যে বাক বিতন্ডা হয়। পরে ২৫ আগস্ট সকালে উপজেলা চেয়ারম্যান তার কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করে দেন। এর পর থেকে যুবলীগ নেতা মরতুজ সর্দার ধলাইরপাড় এলাকার লোকজনের কাছে উপজেলা চেয়ারম্যান আবু তাহের সম্পর্কে বিভিন্ন ভাবে অপপ্রচার করতে থাকে।