Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে প্রাইভেট চিকিৎসা না দেয়ার ঘোষণা চিকিৎসকদের ॥ স্বাভাবিকভাবেই চলবে সরকারী হাসপাতালের চিকিৎসা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রাইভেট চিকিৎসা না দেয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। অপারেশন করতে গিয়ে এক নারীর জরায়ু ও কিডনি কেটে ফেলার অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের এবং কারাগারে প্রেরণের প্রতিবাদে তারা এ ঘোষণা দেন। শনিবার বিকেলে চিকিৎসকদের বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, সরকারি হাসপাতালগুলোতে যথারিতি স্বাভাবিকভাবেই চিকিৎসা চলবে। কিন্তু শুধু প্রাইভেট হাসপাতালগুলোতে ডাক্তাররা চিকিৎসা দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। মামলার বাদি রহমত আলী বলেন, আমি চিকিৎসক সমাজের বিরুদ্ধে নই। ব্যক্তি ডা. এসকে ঘোষের বিরুদ্ধে। অপচিকিৎসার বিরুদ্ধে। কেউ ডাক্তার হলে কি অপচিকিৎসা বা অপরাধ করলে বিচার হবেনা? ব্যক্তির দায় পুরো চিকিৎসক সমাজ নেবে কেন? জানা গেছে, হবিগঞ্জে দি জাপান বাংলাদেশ হাসপাতাল নামে একটি প্রাইভেট হাসপাতালে সম্প্রতি টিউমার অপসারণের সময় এক নারীর খাদ্যনালি, জরায়ু ও কিডনি কেটে ফেলার অভিযোগ এনে শহরতলীর বড় বহুলা গ্রামের রহমত আলী বাদি হয়ে গাইনী চিকিৎসক ডা. এসকে ঘোষ, হাসপাতালটির পরিচালক একে আরিফুল ইসলাম, জনি আহমেদ ও তাবির হোসাইনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলায় ডা. এসকে ঘোষ উচ্চ আদালতে জামিন নিতে গেলে বিচারক আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।