Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট উপজেলা বিআরডিবি অফিসের কম্পিউটার চুরি

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা পল্লী উন্নয়ন অফিসের দরজার তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা ওই অফিসের একটি কম্পিউটার চুরি সহ মূলবান কাগজপত্র তছনছ করেছে। যার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা। গত রবিবার রাতে এ চুরির ঘটনাটি ঘটে। অফিসের নাইট গার্ড আব্দুল হক ওই দিন রাতে ওই অফিসে পাহাড়ায় ছিলেন কি না এ নিয়ে প্রশাসনে তোলপাড় চলছে। এর আগে উপজেলা যুব উন্নয়ন অফিস ও সমবায় অফিসের তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করে চোরেরা। একই ভাবে কমপ্লেক্সের ভেতরে অবস্থিত শিশু নিকতন কিন্ডার গার্টেনের ৬টি সিলিং ফ্যান সংঘবদ্ধ চোরেরা খুলে ফেললেও মানুষের আনাগুনায় তা নিতে পারেনি। এর আগে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের ভেন্টিলেটার ভেঙ্গে চোরেরা প্রবেশ করে কাগজ পত্র তছনছ করে। সম্প্রতিকালে উপজেলা কমপ্লেক্সে চুরির ঘটনার বৃদ্ধি ফেলেও প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিচ্ছে না। ফলে অফিসে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চুরি আতংক বিরাজ করছে। স্থানীয়দের মতে এখানকার দু’তিনজন চিহ্নিত চোর সম্প্রতিকালে জেল থেকে ছাড়া পেয়ে এসব কর্মকান্ড ঘটাচ্ছে।