Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে অঞ্জনা হত্যার বিচার দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে গৃহকর্মী অঞ্জনা নম’র (১৬) হত্যাকান্ডে অভিযুক্তদের বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দেয়া হয়েছে। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ওই স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হক। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবদুল মুক্তাদির, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আবদুল হাকিম, বাসদ নেতা চৌধুরী ফয়ছল শোয়েব, সাবেক যুবদল নেতা মনর উদ্দিন, থানা ছাত্রদল আহবায়ক হারুনুর রশীদ হারুন, কলেজ ছাত্রদল আহবায়ক অলিউর রহমান, জাপা আবদুল খালিক, রুহুল আমিন, সাহেব আলী প্রমূখ। গত ১৯ আগষ্ঠ নিহত অঞ্জনার পিতা রাজেন্দ্র নম’র দায়েরকৃত মামলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী সজলকান্তি দেব ও তার দুই স্ত্রী শিউলি রাণী সরকার, শিউলি দেব ছাড়াও দুইপুত্র অরুপকান্তি দেব প্রিতম ও স্বরুপকান্তি দেব আকাশকে আসামী করা হয়েছে। পুলিশ সজলকে আটক করে পিএম রিপোর্টের দোহাই দিয়ে পালিয়ে যেতে সহায়তা করে। জনরোষ থেকে বাঁচাতে সজল দেবকে অপসারণ না করে বদলী করা হয়।