Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে শিখন কর্মসূচির বই বিতরণ অনুষ্ঠান

চুনরুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় আরডিআরএস বাংলাদেশ কর্তৃক পরিচালিত সেভ দ্যা চিলড্রেন কারিগরি সহায়তায় উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম “শিখন কর্মসূচি” চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের চন্ডিছড়া মিডল লাইন ও নতুন লাইন শিখন স্কুলের শিক্ষার্থীদের মাঝে তৃতীয় শ্রেণির বই বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার সকালে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান সামছুন্নাহার চৌধুরী, চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, শিখন কর্মসূচি বাহুবল ফিল্ড অফিসের শিক্ষক প্রশিক্ষক সাজিদুর রহমান এবং লার্নিং ফ্যাসিলিটেটর মুহাম্মদ কুতুব উদ্দিন। ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, শিখন কর্মসূচির সকল কার্যক্রম ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আছে এবং থাকবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার বক্তব্যে বলেন, প্রতিটি ক্ষেত্রে শিশু শিক্ষাকে উন্নত করতে সকল ধরনের সুবিধা দেওয়া হবে এবং ক্রমান্বয়ে প্রতিটি শিখন স্কুল ভিজিট করবেন বলে তিনি আশ্বস্থ করেন। উক্ত অনুষ্ঠানে শিখন স্কুলের সকল অভিভাবক ও এসএমসির সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রউফ মিয়ার উপস্থিতিতে চন্দনা শিখন স্কুলে বই বিতরণ করা হয়।