Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জ-মিঠামইনের মধ্যস্থল ॥ কুশিয়ারায় ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার শেষ প্রান্ত কামালপুর এবং পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জের মিঠামইনের মধ্যস্থল কুশিয়ারা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে লাখ লাখ টাকার বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদী ভাংঙনের কবলে পড়েছেন আজমিরীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা জানান, আজমিরীগঞ্জ উপজেলার ম্যাজিস্ট্রেট গেলে ড্রেজারটি মিঠামইনের অধীনস্থ অংশে চলে যায়, আবার মিঠামইনের সংশ্লিষ্টরা আসলে আজমিরীগঞ্জ চলে আসে। কামালপুুর গ্রামের একজন বাসিন্দা জানান, গত এক মাস ধরে নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। প্রতিদিন ২০টি স্টীল বডি নৌকা লোড করে বালু নিয়ে যাচ্ছে। কিছু দিন পূর্বে কামালপুর এলাকাবাসী ড্রেজারটি আটক করে কামালপুর বাজারে নিয়ে আসে। পরে আর বালু উত্তোলন করবে না মর্মে ড্রেজার মেশিনটি তারা নিয়ে যান। গতকাল ৬ অক্টোবর আবারো দেখা যায় নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।