Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অবৈধ ভাবে বালু উত্তোলন হুমকীর মুখে জগিছড়া সেতু

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের জগিছড়া থেকে বালু উত্তোলন করার কারনে হুমকীর মুখে পড়েছে গুরুত্বপুর্ন একটি সেতু। ইতোমধ্যেই ঘনশ্যামপুর-কালিশিরি মধ্যবর্তী স্থানে নির্মিত ওই সেতুটিতে পাটল ধরেছে। যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে সেতুটি। ব্রীজটি ২০০১ সালে ৬ লাখ টাকা ব্যয়ে নির্মান করা হয়েছিল। শুধু তাই নয়, বালু তুলে নেয়ার কারনে জগিছড়ার পাড়ে বসবাসরত মানুষের বাড়ীঘরও হুমকীর মুখে পড়েছে।
এর প্রতিবাদে গতকাল বিকালে ঘনশ্যামপুর মাদ্রাসা ময়দানে আঃ হান্নান লস্করের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আইয়ুব আলী, শামীম আহম্মদ প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এলাকার একটি প্রভাবশালী মহল জগিছড়া থেকে অবৈধ পন্থায় বালু তুলে বিক্রি করছে দীর্ঘদিন থেকে। বালু বহনকারী ট্রাকটরের দাপটে ভেঙ্গে গেছে ঘনশ্যামপুর-সুন্দরপুর রাস্তার সবকটি কালভার্ট। কাঁচা রাস্তাটিও বিপর্যস্থ হয়ে পড়েছে। এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন।