Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের বাউসা গ্রামের একাধিক মামলার আসামী সুহিন কারাগারে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের একাধিক মামলার আসামী সুহিন মিয়া কারাগারে। গত সোমবার জি.আর. ১৭৩/২০২৩ মামলায় হবিগঞ্জ আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না-মঞ্জুর করে মোঃ সুহিন মিয়া ও ছালাম মিয়াকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার এজাহারে জানা যায়, বাউসা গ্রামের মৃত করম উল্লাহ পুত্র মোঃ সুহিন মিয়া প্রায় মাসেক পূর্বে বাউসা গ্রামের মৃত সজিদ উল্লাহ পুত্র মোঃ আঃ সালামকে মারপিঠ করে ইজারাকৃত জমির ধানের চারা ও নার্সারীর বিভিন্ন প্রজাতির গাছের চারা উপড়ে ফেলে ব্যাপক ক্ষতিসাধন করে। হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। উক্ত ঘটনায় আব্দুল মান্নান বাদি হয়ে বাউসা গ্রামের মৃত করম উল্লাহ পুত্র মোঃ সুহিন মিয়া, মৃত ইয়াছিন উল্লাহ পুত্র ছালাম মিয়া, কালাম মিয়া ও সোবায়েল আসামী করে মামলা দায়ের করেন। এতে আরে ২/৩ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
আব্দুল মান্নান জানান, সুহিন এলাকায় আদিপত্য বিস্তার করতে নিরীহ ও শান্তিপ্রিয় লোকজনকে অত্যাচার করে আসছে। তার বিরুদ্ধ কেউ কথা বললে সে ও তার সঙ্গীয় লোকজন মানুষকে লাঞ্চিত করে। গ্রামের বিচার সালিশ সে তোয়াক্কা করে না। বাউসা বাজার পয়েন্টে সরকারি জায়গা ও কালভার্ট দখল করে সে ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে নারি নির্যাতন মামলা সহ অসংখ্য মামলা রয়েছে।