Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সামান্য বৃষ্টিতেই থানার মোড়ে হাটু পানি

 


স্টাফ রিপোর্টার ॥ সামান্য বৃষ্টি হলেই টানা কয়েকদিন পানি জমে থাকে জেলা পরিষদের সামন ও থানার পাশের সড়কে। এতে করে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হয় হাজারো মানুষকে। ড্রেন থাকলেও পানি নিস্কাশন হচ্ছে না। ফলে শহরের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ এই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ছাড়া রাস্তাটিও ভেঙ্গে যাচ্ছে।
এই মোড় দিয়ে জেলা সদর হাসপাতাল, থানা, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে যাতায়াত করতে হয়।
ভুক্তভোগী মানুষরা বলছেন, দীর্ঘদিন থেকে পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নোংরা পানির কারণে বিভিন্ন সময় চলাচলকারী মানুষের জামা কাপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে যায়। থানার সাথে দেয়াল ঘেষা এই জায়গার পানি এতটাই নোংরা যে সাথে সাথে পায়ে চুলকানী শুরু হয়ে যায়।
এ বিষয়ে পৌর মেয়র আতাউর রহমান সেলিম জানান, আমি নির্বাচিত হওয়ার পর থেকে শহরের জলাবদ্ধতা নিরসনের লক্ষে নতুন নতুন ড্রেনেজ ব্যবস্থা তৈরি করছি। আশা করছি অচিরেই এখানকার জলাবদ্ধতার নিরোসন হবে।