Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে শিক্ষার্থীর চোখ নষ্টের ঘটনায় অভিযুক্ত শিক্ষক বরখাস্ত প্রধান শিক্ষক বদলী

আলমগীর কবির, মাধবপুর থেকে থেকে ॥ মাধবপুরে শিক্ষকের ছোড়া বেতের আঘাতে শিক্ষার্থীর চোখের আলো হারিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোর্শেদা আক্তারকে বরখাস্ত করা হয়েছে। একই সাথে বদলী করা হয়েছে প্রধান শিক্ষককেও। বরখাস্তকৃত শিক্ষকের নাম মোর্শেদা আক্তার। তিনি বানিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রধান শিক্ষক সানজিদা পারভিনকে ভান্ডারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলী করা হয়েছে। পৃথক দুটি অফিস আদেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মাওলা এই বরখাস্ত ও বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত বুধবার (১৬ আগস্ট) ওই স্কুলের শিক্ষক মোর্শেদা খাতুন শিশু শিক্ষার্থী মেহেদি হাসানের দিকে ছুঁড়ে মারলে এটি মেহেদির ডান চোখে আঘাত করে। মেহেদি হাসানকে দ্রুত ঢাকার আগারগাও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হয়। পরদিন ১৭ আগস্ট সেখানে তার চোখে অপারেশন করেন চিকিৎসকেরা। গতকাল রবিবার (২০ আগস্ট) হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোঃ সাদিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মাওলা, মাধবপুরের ইউএনও মনজুর আহ্সান, শিক্ষা অফিসার জাকিরুল হাসান, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বিদ্যালয়ে যান। সেখানে তারা সরেজমিনে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন এবং এলাকাবাসীর সাথে কথা বলেন। এলাকাবাসী এ সময় অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে ক্ষুব্ধ হয়ে উঠেন। কর্মকর্তাগন এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। এরপরই সহকারী শিক্ষক মোর্শেদা খাতুনকে সাময়িক বরখাস্ত ও প্রধান শিক্ষক সানজিদা পারভিনকে অন্য একটি বিদ্যালয়ে সংযুক্তির আদেশ জারি করা হয়।