Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ৩০ বছরেও সংস্কার হয়নি সাতপাড়া আলাবক্সপুর রাস্তা

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া, জয়পুর, ভবানীপুর, হরিণখোলা, আলাবক্সপুরসহ ৬/৭টি গ্রামের প্রায় ৫ হাজার লোকের চলাচলের একমাত্র রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে উল্লেখিত গ্রামগুলোর জনগণ চৌমুহনী-মাধবপুর জেলা পরিষদ সড়কে উঠে। এ সড়কটি জেলা পরিষদ সড়কের সাথে একমাত্র সংযোগ সড়ক। এ সড়ক দিয়ে চৌমুহনী স্কুল এন্ড কলেজের প্রায় সহস্রাধিক ছাত্র-ছাত্রী, খেলার মাঠে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে আসা যাওয়া করে। সড়কটির বেহাল অবস্থায় জনগণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অঞ্চলটি হবিগঞ্জ জেলায় কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত। প্রতিদিন শতাধিক কৃষক তাদের ফলায়িত শতশত মণ বিভিন্ন প্রকার তরি তরকারী অতিকষ্টে রিক্সা ও ভ্যান দিয়ে বাজার জাত করতে নিয়ে যায়। এ ভঙ্গুর রাস্তাটি এলাকার ৪/৫ শত ছাত্র ছাত্রীর স্কুল কলেজ ও মাদ্রাসা যাতায়াতের এক মাত্র চলার পথ। জেলা পরিষদ রাস্তার আব্দুল গণির বাড়ি থেকে আলাবক্সপুর ও সাতপাড়া গ্রামের মধ্য দিয়ে কমলানগর সরকারী প্রাঃ বিদ্যালয় পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার। রাস্তাটির বেহাল অবস্থায় ছাত্রছাত্রীরা আছে চরম দুর্ভোগে। প্রতিদিন তারা কাধে বইয়ের ব্যাগ আর পায়ের পরিবর্তে জুতো হাতে নিয়ে তাদের পথচলা। বছরের ৬ মাস মানুষকে পোহাতে হয় চরম দুর্ভোগ। বিগত ৩০ বছর যাবৎ উক্ত রাস্তাটির কোনো রকমের সংস্কার হয়নি। এলাকাবাসীর দাবি জরুরী ভিত্তিতে সড়কটির সংস্কার করে এলাকার জনগণের দুর্ভোগ লাগবের।
এ ব্যাপারে সংসদ সদস্য এডঃ মাহবুব আলী এমপির দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জরুরী ভিত্তিতে রাস্তাটির পাকা করণের কাজ শুরু করা হবে বলে জানান।