Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে নির্বাচনের প্রায় ২ বছর পর আদালতের নির্দেশে বিজয়ী হলেন ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিগত ২৮ নভেম্বর ২০২১ ইং তারিখে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে সদস্য পদে প্রার্থী মোঃ জয়নাল আবেদীন ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করে। তার সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আতাউর রহমান টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। তবে ভোট গণনা শেষে রহস্যজনক কারনে নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার টিউবওয়েল প্রতীক প্রার্থী মোঃ আতাউর রহমানকে ৬৪০ ভোটে বিজয়ী ঘোষণা করে। ভোট গণনা ও এ বিজয়ী ঘোষণাকে রহস্যময় ও সঠিক নয় বলে পূণরায় ভোট গণনার দাবী জানান প্রার্থী মোঃ জয়নাল আবেদীনের এজেন্ট। এতে ভোট কেন্দ্র ঘোলডুবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার এ দাবীর প্রতি কর্ণপাত না করে ব্যালট বাক্স উপজেলা নির্বাচন অফিস কন্ট্রোল রোমে নিয়ে গিয়ে আতাউর রহমানকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষণা করে।
এ ঘটনায় মোঃ জয়নাল আবেদীন বাদী হয়ে হবিগঞ্জ নির্বাচন ট্রাইব্যুনাল জজ আদালত ও সিনিয়র সহকারী জজ আদালত হবিগঞ্জ সদর হবিগঞ্জ আদালতে নির্বাচনী মোকদ্দমা আইনে মামলা দায়ের করে। উক্ত মামলাটি দীর্ঘদিন শোনানী ও আদালতের আদেশে পূণরায় উক্ত সেন্টারের ভোট আদালতে পূণরায় গণনা শেষে দেখা যায় প্রার্থী মোঃ জয়নাল আবেদীন ৬৪০ ভোট পেয়েছিলেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ যাকে প্রিজাইডিং অফিসার বিজয়ী ঘোষণা করে মোঃ আতাউর রহমান তিনি টিউবওয়েল প্রতীকে পেয়েছিলেন ৬২৬ ভোট।
এরই প্রেক্ষিতে গত ৩১ জুলাই ২০২৩ইং তারিখে উক্ত আদালত মোঃ জয়নাল আবেদীনকে বিজয়ী ঘোষণা করে যথাযত কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে মোঃ জয়নাল আবেদীন বলেন, সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে, অনেকেই মিষ্টি বিতরণ করতেও দেখা যায়।