Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের রাস্তা খানাখন্দকে ভরা ॥ চলাচলের অনুপযোগী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার প্রায় সবকটি রাস্তা চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন একটা উপজেলা নবীগঞ্জ। প্রবাসী অধ্যাষুত খ্যাত এই উপজেলায় রয়েছে এশিয়ার সর্ব বৃহৎ গ্যাস কুপ, পাওয়ার প্লান্ট, হাওড়-বাওড়, চা বাগান, নদী-নালাসহ প্রাকৃতিক দৃশ্য। রয়েছেন সরকার দলীয় এমপি, উপজেলা চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিগণ। সময়ের সাথে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে সারা দেশ এগিয়ে গেলেও নবীগঞ্জ উপজেলায় উন্নয়নের আশানুরূপ ছুয়া লাগেনি। উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার থেকে শতক পর্যন্ত রাস্তা মেরামতের কাজ শেষ হওয়ার ১ মাসের মাথায় ভাঙন শুরু হয়েছে। বর্তমানে রাস্তাটি ব্যবহার অনুপোযোগী হয়ে পড়ছে। নবীগঞ্জ টু বান্দের বাজার ভায়া কৈলাশগঞ্জ রাস্তা, বাংলা বাজার টু রাইয়াপুর রাস্তা, নবীগঞ্জ-দত্তগ্রাম সড়ক, পানিউন্দা টু শমসেরগঞ্জ রাস্তা, কায়স্থগ্রাম টু কান্দিগাওঁ রাস্তা, বালিদ্বারা বাজার টু ইমামগঞ্জ বাজার রাস্তা, নবীগঞ্জ টু কাজিরগঞ্জ-ইনাতগঞ্জ রাস্তা, নবীগঞ্জ টু আইনগাও রাস্তা, আউশকান্দি টু দীঘলবাক রাস্তা, গালিমপুর-মাধবপুর রাস্তাসহ উপজেলার সবক’টি রাস্তা খানাখন্দকে ভরা। রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহনতো দুরের কথা পায়ে হেটেও চলাচল করা কষ্টসাধ্য। এছাড়া পৌর শহরের রাস্তাঘাটেরও বেহাল দশা। যেন দেখার কেউ নেই।