Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ চৌকি বিলপাড়ের বাসিন্দা আব্দুল বারী চৌধুরী আর নেই

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ বাউসা ইউনিয়নের চৌকি বিলপাড়ের বাসিন্দা ও ইংল্যান্ড প্রবাসী লুটন নিবাসি আলহাজ্ব আব্দুল বারী চৌধুরী (শহিদ) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না……….)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে, ভাই বোনসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। গত রবিবার ২৫ জুন রাত সাড়ে ১১ টার সময় তিনি তার নিজ বাসভবনে কলিমার সহিত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাযার নামাজ পবিত্র আরফার দিনে বাদ যোহর প্রবাসের সুপরিচিত মসজিদ জালালাবাদ জামে মসজিদ লুটনে অনুষ্টিত হয়। তিনি এই মসজিদেরই সাবেক এসিসটেন্ট সেক্রেটারি ছিলেন এবং অনেক বছর মসজিদের খেদমত করে গেছেন। মরহুম আলহাজ্ব আব্দুল বারী চৌধুরী (শহিদ) একজন সৎ, নিষ্টাবান, ধৈর্য্যশীল ব্যক্তি ছিলেন। আলহাজ্ব আব্দুল বারী চৌধুরী (শহিদ) ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম আব্দুল হামিদ চৌধুরীর ছোট ভাই। গত বছর ১৭ জানুয়ারী আব্দুল হামিদের ইন্তেকালের পর তিনি ৩৬০ আওলিয়ার অন্যতম হযরত শাহ তাজউদ্দিন কোরেশির (রা:) মাজারের মুতাওয়াল্লীর দায়িত্ব পালন করেন। তাহাদের নিজ বাড়ী অধ:স্তন পুরুষ লাখেরাজ সাকির মোহাম্মদ খানেবাড়ী ও (বিলপাড় চৌধুরী বাড়ী) তে অত্র মাজার শরিফের সেক্রেটারি ও মাজার মসজিদের ইমাম এবং আলহাজ্জ আব্দুল বারী চৌধুরী শহিদের প্রতিষ্ঠিত আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ গিয়াস উদ্দিন তালুকদারের পরিচালনায় মাদ্রাসার সাবেক ও বর্তমান ছাত্রদের পবিত্র কোরআন খতম মিলাদ ও যিকিরের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করা হয়। তাছাড়া হবিগঞ্জের সওদাগর মসজিদেও মরহুমের জন্য মিলাদ পড়ে দোয়া করা হয়।