Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, দেশে মানুষ বাড়ার কারণে কৃষি জমির পরিমাণ ক্রমশ কমছে; সেজন্য এক ইঞ্চি জমিও পতিত না রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই পরামর্শ প্রতিপালনের বিকল্প নেই। তিনি গতকাল দুপুরে হবিগঞ্জ সদর উপজেলায় ৯ শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংসদ সদস্য আরও বলেন, বিএনপি সরকারের আমলে দেশের কৃষকরা উচিতের চেয়ে বেশি মূল্য দিয়েও সার পাননি। সে সময় সারের দাবিতে আন্দোলনে নামা ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। আর তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আওয়ামী লীগ সরকার মতায় এলে বিনামূল্যে সার-বীজ দেওয়া হবে। আজকের অনুষ্ঠান সেই প্রতিশ্রুতি পূরণের বাস্তব প্রমাণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুড়ে বিনামূল্যে সার ও বীজ বিতরণের পাশাপাশি মূল্যবান কৃষি যন্ত্রপাতিও দিচ্ছেন ৭০ শতাংশ ভর্তুুকিতে। এর মধ্যে দিয়ে তিনি দেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন। অনুষ্ঠানে হবিগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম মাকসুদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ।