Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের কিবরিয়া ব্রিজ এলাকায় স্ট্যান্ড দখল নিয়ে ॥ সিএনজি ও জীপ শ্রমিক সংঘর্ষ ॥ ১০ জন আহত

স্টাফ রিপোর্টার ॥ রোড দখল নিয়ে সিএনজি ও জীপ শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-জেলা শহর থেকে সদর উপজেলার কাটখাল পর্যন্ত সড়কে গতকাল থেকে সিএনজি অটোরিক্সা চলাচল শুরু করে। এতে বাধা দেন জীপ শ্রমিকরা। এ নিয়ে উভয় পরিবহনের শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল শনিবার বিকেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরের কিবরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি মিমাংসার জন্য অটোরিক্সা মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেয়া হয়েছে। আহতদের মধ্যে সায়েম (৩২), রতন মিয়া (৩০)কে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট মেডিকেলে এবং এখলাছ মিয়া (৩৫)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।