Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিয়ে জঠিলতা নিরসন ॥ এমপি কেয়া চৌধুরীই সভাপতি

এম এ বাছিত ॥ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে হবিগঞ্জ ও সিলেট জেলার সংরক্ষিত সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ডিওর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি দীন মোহাম্মদ হবিগঞ্জ সিভিল সার্জনকে মন্ত্রীর সিদ্ধান্ত অভিহিত করেন। এখবর নিশ্চিত করেন হবিগঞ্জ সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন ভূইয়া।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) এলাকায় জাপা সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি পৃথক দুই ডিও নিয়ে বিপাকে পড়ে হবিগঞ্জ সিভিল সার্জন অফিস। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় হবিগঞ্জ সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন ভূইয়া মঙ্গলবার রাতে দুই এমপিকে চিঠি দেন। সি.স,হ-বি/৭-১/১৪ নং স্মারকে প্রেরিত চিঠিতে বাহুবল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনির্দ্দিষ্টকালের জন্য স্থগিতের অনুরোধ জানানো হয়। গত বুধবার চিঠি ইস্যু বিহীন কমিটির ১ম বৈঠক নিয়ে মহড়া দেন মুনিম চৌধুরী বাবু। দুই এমপির অনড় ভূমিকায় উদ্ধেগ, উৎকণ্ঠা দেখা দেয়।
এদিকে কমিটি নিয়ে দুই এমপির দুই ডিও সংক্রান্ত জটিলতা গতকাল শনিবার রাতে অবসান হয়। এমপি কেয়া চৌধুরীকে বাহুবল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশ দেয়া হয়। এবিষয়ে সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন ভূইয়া বলেন, দুই ডিও নিয়ে জটিলতার অবসান হয়েছে। মন্ত্রীর নির্দেশে সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ডিও’র ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।