Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কলিমনগরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ ॥ আহত ৫

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে পত্রিকা বহনকারী চালকসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। গতকাল রবিবার (৪ জুন) সকালে বৃষ্টির সময়ে সুদিয়াখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে পত্রিকা বহনকারী সিএনজি চালক রফিক মিয়া (৩৫), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়ার আজির হুসেনের ছেলে জিয়াউল হক (৩৬) ও আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও এলাকার আব্দুল বারিকের ছেলে মুছা মিয়া (৬৪)। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ভোরে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা মডার্ন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৩২৮১) বিপরীত দিক থেকে আসা পত্রিকা বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত ও আরও অন্তত ৫ জন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এর মাঝে বাসযাত্রীও ছিলেন। ঘটনার পরপরই ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো দুমড়ে মুচড়ে যায়। এদিকে দুর্ঘটনার পরপরই বাস চালক পালিয়ে যায়। পত্রিকা বহনকারী গাড়ি দুমড়ে মুচড়ে যাওয়ায় হবিগঞ্জ শহরে অনেক জাতীয় পত্রিকা আসেনি। পাঠকরা পত্রিকা সংগ্রহ করার জন্য এজেন্টদের নিকট ভিড় করেন।