Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চাঁদপুরে হবিগঞ্জের ২ জনসহ আন্তঃ জেলা চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর ও সিলেট থেকে আন্তঃজেলা চোর চক্রের সদস্য হবিগঞ্জের ২ জনসহ আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া তিনটি অটোরিকশা ও চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গতকাল বুধবার (৩১ মে) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোঃ মিলন মাহমুদ।
গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্যরা হল, সিলেট জেলার বালাগঞ্জ থানার নঈম উল্লাহর ছেলে আনহার আলী (৩৫), সিলেট মহানগর মোঘলা বাজার থানার মোঃ শফিকুর রহমানের ছেলে বিল্লাল আহম্মদ (৩৪), সিলেট জেলার বিশ্বনাথ থানার সোনাপর আলীর ছেলে বিল্লাল হোসেন (২৪), হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামের মৃত আলা উদ্দিন খাঁনের ছেলে মোঃ নজরুল খান (২৬), একই জেলার বাহুবল থানার আবদুল মালেকের ছেলে সোহান মিয়া (২৪), সিলেট জেলার জৈন্তাপুর থানার আব্দুল সালামের ছেলে শিমুল আহম্মদ (২৪), একই জেলার গোলাপগঞ্জ থানার মৃত তোয়াজ উল্লাহর ছেলে আবুল বাছিত (৪০) ও গোয়াইঘাট থানার মৃত শফিকুর রহমানের ছেলে আলমগীর আহম্মদ (২৬)।
পুলিশ জানায়, গত ২৬ মে রাতে হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ রাঁয়োচ এলাকার জব্বর আলী মুন্সি বাড়ী থেকে মোঃ শরীফ হোসেনের (২৭) অটোরিকশা চুরি হয়। শরীফ জানতে পারে একই রাতে আরও দুটি অটোরিকশা চুরি হয়েছে। এ ঘটনায় শরীফ ২৮ মে হাজীগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর হাজীগঞ্জ থানার ওসির নেতৃত্বে একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্য আনহার আলীকে কুমিল্লা ক্যান্টনমেন্ট চৌরাস্তা এলাকা থেকে অটোরিকশাসহ গ্রেপ্তার করে।
পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, গ্রেপ্তার আনহার আলীকে জিজ্ঞাসাবাদের পর চোর চক্রের অবস্থান ও চুরির ঘটনার সব পরিকল্পনা জানা যায়। ৩০ মে আনহার আলীকে সঙ্গে নিয়ে সিলেট মেট্টোপলিটন মোঘলাবাজার থানা পুলিশের সহযোগিতায় হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে বাকী সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের মধ্যে মোঃ নজরুল খানের বিরুদ্ধে ১০টি মামলা বিচারাধীন। এ ছাড়া চক্রের আরও দুই সদস্য সজলু মিয়া ও উষার আলী পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ দেবনাথ, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ। পরে তাদেরকে চাঁদপুর কোর্টের মাধ্যমে কারগারে প্রেরণ করা হয়।