Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বৈশাখী ফিড নেটওয়ার্কের তার চুরির ঘটনায় ১০ গ্রামে প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ বৈশাখী ফিড নেটওয়ার্কের তার চুরির ঘটনায় হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম এড়ালিয়া, পূর্ব এড়ালিয়া, তেঘরিয়া, মাহমুদাবাদ, কাকিয়ারআব্দা, নাজিরপুর, লামাপইল, পশ্চিমপাড়া, পূর্বভাদৈসহ ১০ গ্রামে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল বিকালে এড়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
এডঃ জাবেদ আলীর সভাপতিত্বে ও মোঃ হায়দার আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, আব্দুর রহিম, হারুনুর রশিদ শাহিদ, মর্তুজ আলী, রমিজ আলী, মেম্বার চন্দু মিয়া, মেম্বার ইদ্রিছ আলী, সর্দার শাহ আলম, সামছুল হক, আজম উদ্দিন, হিরাই মিয়া, সত্তার মিয়া, শাহজাহান, আব্দুল আলী, খালেক মিয়া, চান মিয়া, সোনাই মিয়া, জনাব আলী, তোতা মিয়া, সেলিম মিয়া, দুলাল মিয়া, ফুল মিয়া, শাহ আলম, আলীম উদ্দিন, জালাল মিয়া, সামছু মিয়া, আব্দুল আহাদ প্রমূখ। সভায় তার চুরির সাথে যারা জড়িত তাদের দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।
উল্লেখ্য, গত ৭ আগস্ট পইল ইউপি অফিসের সামন থেকে পূর্বভাদৈসহ কয়েকটি গ্রামে বৈশাখী ফিড নেটওয়ার্কের প্রায় ৩ হাজার মিটার তার চুরি ও কেটে ফেলা হয়।
জানা যায়, এ বিষয়ে অনেক দিন যাবত পইল ক্যাবল নেটওয়ার্কের সাথে বিরোধ চলে আসছে। প্রায় ১ থেকে দেড় বছর আগে উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের মাধ্যমে উভয় ক্যাবলের মধ্যে শালিস বৈঠক অনুষ্টিত হয়। উক্ত শালিসের রায় পইল ক্যাবল নেটওয়ার্ক বাস্তবায়ন করেননি।