Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হিরো আলমকে গাড়ি প্রদানকারী চুনারুঘাটের মখলিছসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

স্টাফ রিপোর্টার ॥ হিরো আলমকে গাড়ি উপহার প্রদানকারী চুনারুঘাট উপজেলার এম. মখলিছুর রহমানসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। গত ২২ মে মামলাটি দায়ের করেন হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামের মো. মোস্তাফিজুর রহমান মর্তুজ।
মামলাটি তদন্তের জন্য হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জকে দায়িত্ব দেয়া হয়েছে।
মামলার অভিযুক্তরা হচ্ছেন-চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে এম মখলিছুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামে শাজাহান মুন্সি, মো. সাহাব উদ্দিন মুন্সি, সাজু চৌধুরী, শাহানুর মুন্সি ও শাহ জামাল মুন্সি।
মামলার বিবরণে জানা যায়, বাদী মো. মোস্তাফিজুর রহমান মর্তুজ এর মালিকানাধীন মেসার্স মুন্সি ব্রিজ নামে একটি ইটভাটা রয়েছে। এর অর্ধেক মালিকানা বিক্রি করার জন্য শাজাহান মুন্সির সাথে এফিডেভিটের মাধ্যমে একটি অঙ্গীকারনামা করেন। পরবর্তীতে মূল্য পরিশোধে ব্যর্থ হলে শাজাহান মুন্সির ছোটভাই শাহ জামাল মুন্সি নিজে দায়ভার গ্রহণ করে আরেকটি চুক্তি করেন এবং কয়েকটি চেক প্রদান করেন। পরে টাকা পরিশোধ করা হবে না বুঝতে পেরে আদালতে একটি মামলা দায়ের করা হয়। গত ১০ মে ফেসবুকে ভিডিও পোস্ট দেন এম. মখলিছুর রহমান।
এ ব্যাপারে মামলার বাদি মো. মোস্তাফিজুর রহমান মর্তুজ জানান, শাজাহান মুন্সি ও তার ভাইর কাছে আমি টাকা পাই। যার প্রমানাদি রয়েছে। টাকা পরিশোধ না করার জন্য এম. মখলিছুর রহমানকে দিয়ে আমাদের বিরুদ্ধে ফেসবুকে মানহানীকর ভিডিও পোস্ট করা হয়েছে।