Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ২৫ বছর পর দখল মুক্ত হল বড় ভাকৈরের ফুটবল মাঠের একাংশ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ঐতিহ্যবাহী বড় ভাকৈর গ্রামের মধ্যখানে অবস্থিত বড় ভাকৈর গ্রামের ফুটবল খেলার মাঠ ছিল। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে মাঠটি গ্রামের কিছু মানুষ দখল করে নিজের আওতাভুক্ত করে রাখে যার জন্য বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের শরীর চর্চা, গ্রামের যুবকরা খেলা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে বঞ্চিত ছিল।
কয়েক মাস ধরে উক্ত মাঠকে উদ্ধার করার জন্য গ্রামবাসী বিভিন্ন পদক্ষেপ নেয়। প্রশাসনের বিভিন্ন সেক্টরে, জনপ্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগনের নিকট সর্বশেষ গ্রামবাসী মাঠ উদ্ধারের জন্য দখলকৃত মাঠে বিরাট মানববন্ধন করে। মানববন্ধন করার পরে নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোঃ ফজলুল হক সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান আক্তার মিয়া ছোবা, নবীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা সহযোগীতার আশ্বাষ দেন, তারই প্রেক্ষিতে শালিসও হয় এবং মাঠ জড়িপ করে মাঠের ভূমি মাপ দেওয়া হয়।
গতকাল (২০ মে) গ্রামবাসী সম্মিলিত ভাবে মাঠের দুই প্রান্তে চারটি গোল পোস্ট স্থাপন করে ফুটবল মাঠের একাংশ দখল মুক্ত করেন। উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, স্থানীয় ভূমি অফিস সহ সংশ্লিষ্ঠ কর্র্র্র্তৃপক্ষের নিকট গ্রামবাসী ফুটবল মাঠের বাকী অংশ উদ্ধার করে ছাত্র/ছাত্রীদের শরীর চর্চা, গ্রামের যুবকদের খেলাধুলার ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানান।