Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে গ্রাম্য দাঙ্গা-প্রতিরোধে দেশীয় অস্ত্র নিষিদ্ধ করে গণ-বিজ্ঞপ্তি ॥ আগামী ৭ দিনের মধ্যে অস্ত্র জমা না দিলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে-ইউএনও

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সম্প্রতি বানিয়াচংয়ে পরপর বেশ কয়েকটি গ্রাম্য দাঙ্গায় দেশীয় অস্ত্রের আঘাতে অকালে ঝড়ে পড়ে বেশ কয়েকটি তাজা প্রাণ। এ নিয়ে বানিয়াচংয়ের আইন শৃংখলা কমিটির সভায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। গ্রাম্য দাঙ্গা রোধে কার্যকারী পদক্ষেপ গ্রহনে আইন শৃংখলা সভায় বক্তারা জোরালে পদক্ষেপ গ্রহনের আহবান জানান। এরই প্রেক্ষিতে উপজেলা আইন-শৃংখলা কমিটির সিদ্ধান্তের আলোকে ১৪ মে গণ-বিজ্ঞপ্তি জারি করে বানিয়াচং উপজেলায় টেটা, বল্লম, ফিকল ইত্যাদি দেশীয় অস্ত্র জনস্বার্থে নিষিদ্ধ ঘোষণা করে বানিয়াচং উপজেলা প্রশাসন। উপজেলা আইন শৃংখলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। গণ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিজ্ঞপ্তি জারির তারিখ হতে আগামী ৭ দিনের মধ্যে সকল প্রকার দেশীয় অস্ত্র বানিয়াচং থানা অথবা নিকটবর্তী পুলিশ ফাঁিড়তে জমা দিতে বলা হয়েছে। এই সময়ের পর কারো বাড়ীতে অথবা কারো হেফাজতে ওই সকল দেশীয় অস্ত্র পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও গণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পদ¥াসন সিংহ’র সাথে যোগাযোগ করা হলে তিনি এ গণ বিজ্ঞপ্তির বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।