Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে বাণিজ্য মেলার প্রস্তুতি নিয়ে চলছে দ্বিধাদ্বন্দ্ব ॥ ব্যবসায়ীরা বিপাকে

স্টাফ রিপোর্টার ॥ শহরের নিউ ফিল্ডে আয়োজিত বাণিজ্য মেলার প্রস্তুতি নিয়ে চলছে দ্বিধাদ্বন্দ্ব। এতে করে ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। যদিও মেলা উদ্বোধনের কথা ছিল রজমানের আগে। কিন্তু রমজান মাস হওয়ার কারণে স্টল বানিয়েও আয়োজকরা স্থগিত করেন। এরপর জানানো হয় ঈদের পর মেলা উদ্বোধন হবে। অনেক স্টল বরাদ্দ দিয়ে উদ্বোধনের প্রস্তুতি নিয়ে আজ ১৫ মে উদ্বোধন করা হবে বলে জানানো হয়। কিন্তু উদ্বোধন হবে না আজও। এ নিয়ে বরাদ্দ নেয়া স্টলের ব্যবসায়ীরা রয়েছেন হতাশা।
এদিকে হবিগঞ্জের অনেক ব্যবসায়ীরা এই বাণিজ্য মেলার বিপক্ষে দ্বিমত পোষন করেছেন। তাদের দাবি সামনে কোরবানির ঈদ। এই মুহুর্তে মেলা শুরু হলে তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুক্ষিণ হবেন। তাদের মতে বাণিজ্য মেলা শুরু হয় ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারির যে কোনো সময়। কিন্তু বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে বাণিজ্য মেলা হতে তারা দেখেননি। এ বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের ভেতরে কিছু স্টল নির্মাণ করা হয়েছে। আবার কিছু স্টলের কাজ সম্পন্ন হয়নি, কাজ চলছে। তবে স্টলের বাইরে প্রধান গেইটের সামনে মেলায় আসা কয়েকজন ফুচকা ব্যবসায়ী ব্যবসা করছেন।