Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা প্রশাসক ও পৌর মেয়রের নতুন ডাম্পিং স্টেশন পরিদর্শন

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিনের আবর্জনা অপসারণ করে অনেক প্রচেষ্টার পর হবিগঞ্জ পৌরসভার নতুন ডাম্পিং স্টেশন বাস্তবায়ন করা হয়েছে। পরিবেশ সম্মত ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাতে নতুন ডাম্পিং স্টেশনে বর্জ্য অপসারণ করা হয় সেদিকে পৌরসভাকে সতর্ক থাকতে হবে। হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের উত্তরকুল মৌজায় অবস্থিত হবিগঞ্জ পৌরসভার নতুন ডাম্পিং স্টেশন পরিদর্শন করতে গিয়ে হবিগঞ্জের ইশরাত জাহান এসব কথা বলেন।
গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম পৌরসভার নতুন ডাম্পিং স্টেশন পরিদর্শন করেন। জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘পৌরসভার নতুন ডাম্পিং স্পটের জমি নির্ধারন ও বাস্তবায়ন করতে অনেক প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে। অবশেষে নতুন ডাম্পিং স্টেশন বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে এলাকাবাসী যথেষ্ট সহযোগিতা করেছন।’ তিনি বলেন,‘যথাযথ প্রক্রিয়া এবং পরিবেশ সম্মত অবস্থা বজায় রেখে বর্জ্য অপসারণ অব্যাহত রাখলে বর্জ্য ব্যব¯’াপনার জন্য আধুনিক প্রকল্প গ্রহন করা সম্ভব হবে।’ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন,‘ শহরের বাইপাশ সংলগ্ন স্থান হতে আবর্জনার স্তুপ অপসারণ করার পর থেকে প্রায় পাঁচ মাস ধরে নতুন ডাম্পিং স্টেশনে পৌরসভার আবর্জনা অপসারণ করা হচ্ছে। নতুন অবস্থায় অনেক প্রতিকুলতা মোকাবেলা করে ঝুকিপূর্ন রাস্তা দিয়ে প্রতিদিন শহরের বর্জ্য নিয়ে আসা হচ্ছে। এতে করে পৌরসভার পক্ষ হতে নানামুখী উদ্যোগ গ্রহন করতে হচ্ছে।’ তিনি বলেন,‘সকলের সহযোগিতায় ভবিষ্যতে হবিগঞ্জ পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে।’ নতুন ডাম্পিং স্টেশন পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার, রিচি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, নেজারত ডেপুটি কলেক্টর নাভিদ সারওয়ার, হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী, সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত, সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃনিস্কাশন) আব্দুল কুদ্দুছ শামীমসহ অন্যান্যরা।