Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবল সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবিশ সংকট

মনিরুল ইসলাম শামীম, বাহুবল থেকে ॥ বাহুবলে জমি ক্রয় বা হস্তান্তর দলিল রেজিস্ট্রির ৪ বছর পরও মূল দলিল পাচ্ছে না ক্রেতারা। এ নিয়ে চরম দুর্ভোগে রয়েছে সংশ্লিষ্টরা। পর্যাপ্ত এক্সট্রা মোহরার বা নকলনবিশ না থাকার কারণে এ সংকট তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে। সরেজমিন অনুসন্ধানকালে ভুক্তভোগী উপজেলার খরিয়া গ্রামের জনৈক খলিল মিয়া বলেন, বিগত ২০১৯ সনের শুরুর দিকে একটি জমি হস্তান্তর দলিল রেজিস্ট্রি করেছিলাম, আজও মূল দলিল পাইনি। সাব-রেজিস্ট্রি অফিসের লোকজন বলছেন “মূল দলিল পেতে আরো ৫/৬ মাস সময় লাগবে।” একই অভিযোগ করেছেন বানিয়াগাঁও গ্রামের শামছুদ্দিন, তেলিকান্দি গ্রামের মুশাহিদ আলী, শাহপুর গ্রামের আবিদ মিয়া প্রমুখ। ভুক্তভোগীদের অভিযোগ, মূল দলিল পেতে বিলম্ব হওয়ায় দলিলের সত্যায়িত অনুলিপি (সই-মোহরকৃত নকল দলিল) উঠাতে হয়। এতে সরকার নির্ধারিত ফি ছাড়াও দিতে হয় উৎকোচ।
জানা যায়, বাহুবল সাব-রেজিস্ট্রি অফিসে প্রতি মাসে গড়ে ৪০০ বেশি দলিল রেজিস্ট্রি হয়ে থাকে। দলিল রেজিস্ট্রি ও অন্যান্য প্রক্রিয়া সম্পাদনের পর তা বালাম-বহিতে নকলনবিশরা লিপিবদ্ধ করে থাকেন। এ অফিসে বর্তমানে ৯ জন নকলনবিশ কর্মরত আছেন। তারা মাসে গড়ে প্রায় তিনশ’ দলিল বালাম বহিতে লিপিবদ্ধ করতে পারেন। এছাড়া তাদের নকল দলিলও (সত্যায়িত অনুলিপি) লিপিবদ্ধ করতে হয়। এসব কারণে বালাম বহিতে অন্তর্ভূক্ত দলিলের সংখ্যা কমবেশি হয়ে থাকে।
উপজেলা সাব-রেজিস্টার সুশান্ত ঘোষ এর সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, মূলত এক্সট্রা মোহরার পর্যাপ্ত না থাকায় মূল দলিল সরবরাহ করতে বিলম্ব হচ্ছে। আরো অন্ততঃ ৪ জন এক্সট্রা মোহরার নিয়োগদানের জন্য উর্ধ্বতন মহলে চাহিদা প্রেরণ করেছি। তিনি আরো বলেন, বর্তমানে ২০১৮ সানের জুন মাসে সম্পাদিত মূল দলিল সরবরাহ করা হচ্ছে। চাহিদানুযায়ী এক্সট্রা মোহরার সংযুক্ত হলে জনগণ দ্রুত সময়ে মূল দলিল পেতে সক্ষম হবে।