Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সবজি ও মসলার দাম বৃদ্ধি মধ্যবিত্ত পরিবার চরম বিপাকে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজারে সবজি ও মসলার দাম বৃদ্ধি পেয়েছে। যদিও ঘোষণা দেয়া হয় তেলের দাম বৃদ্ধি হয়েছে। কিন্তু নতুন তেল বাজারে না এলেও পুরাতন তেলই সিন্ডিকেট করে ব্যবসায়ীরা বাড়িয়ে বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
গত সপ্তাহে সবজির দাম যা ছিল তা এখন দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এর মাঝে আলু ২০ টাকা, এখন ৩০-৩৫ টাকা কেজি, কাঁচা মরিচ ছিল ৬০-৭০ টাকা, বর্তমানে ৮০-৯০ টাকায় বিক্রি, পেয়াঁজ ৩০ থেকে ৪০ টাকা, বর্তমানে ৫৫-৬০ টাকা, রসুন ৬০-৭০ টাকা ছিল, বর্তমানে ১২০-১৪০ টাকা, আদা ৮০-১০০ টাকা, বর্তমানে ১৫০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এরকম সব ধরণের সবজি ও মসলা সিন্ডিকেট করে বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। গতকাল শহরের চৌধুরী বাজার, শায়েস্তানগর ও চাষিবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ দৃশ্য দেখা যায়। ক্রেতারা জানান, বাজারে এসে তাদেরকে রীতিমতো হিমশিম পোহাতে হয়। অনেকেই বাজার না করেই খালি হাতেই ফিরে যান। ব্যবসায়ীরা জানান, পাইকারদের কাছ থেকে বেশি দামে কিনতে হয় তাই বেশি দামে বিক্রি ছাড়া উপায় নেই।
তবে সাধারণ মানুষ মনে করছেন এ বিষয়ে অচিরেই মনিটরিং করা না হলে আরও বাড়তে থাকবে।