Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন। হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অভিন্ন মানদন্ডের আলোকে ওসি রাশেদুল হককে এপ্রিল মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। গতকাল রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অপরাধ অলোচনা সভায় এই সাফল্যের জন্য সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊধর্বতন কর্মকর্তা।
গত মাসে চুনারুঘাট থানায় অপরাধ নিয়ন্ত্রনে ওসি রাশেদুল হকের নেতৃত্বে পরোয়ানাভুক্ত ও পলাতক আসামী গ্রেফতার, মাদক উদ্ধার এবং মাদক বিক্রেতা আটক সহ আইনশৃংখলা রক্ষায় উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখায় রাশেদুল হককে শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হয়।
অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক থানা যোগদানের পরপরই মাদক বিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চুরি, ডাকাতি, দসুদ্যতা, চাঁদাবাজি প্রতিরোধে জোরালো পদক্ষেপ গ্রহণ করেন। প্রথমবারের মত হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ নির্বাচিত হন। এর আগে তিনি সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন।
উল্লেখ্য, ওসি রাশেদুল হক গত ৪ ফেব্রুয়ারী ২০২৩ ইং চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তাঁর নেতৃত্বে শুরু হয় মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ও মাদক উদ্ধার। এছাড়াও পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার সহ চুরি ডাকাতি নিয়ন্ত্রণে ওসি রাশেদুল হক নেতৃত্বে আইন শৃংখলা অবস্থার উন্নতি হয় চুনারুঘাট উপজেলায়।
ওসি রাশেদুল হক জানান, চুনারুঘাট উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি সমুন্নতকরণ, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, দাগী আসামী ও অপরাধীদের গ্রেফতারসহ সর্বোপরি অপরাধ নিয়ন্ত্রণ এবং জন-সম্পৃক্ত পুলিশী ব্যবস্থা প্রণয়নে এ ধরণের নজিরবিহীন শ্রেষ্ঠত্বের সম্ভব হয়েছে। শুধুমাত্র গর্বিত ও অদম্য পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, কর্মস্পৃহা, আন্তরিকতা, নিষ্ঠা, দায়বদ্ধতা ও দৃঢ় মানসিকতার কারণে। আশা করছি, এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে।