Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যাত্রী কল্যাণ পরিষদের ভাড়ার তালিকা জেলা প্রশাসক ও পৌরসভায় হস্তান্তর

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ৪৮ ঘণ্টার মধ্যে টমটম ভাড়া পুননির্ধারণ না করলে মানববন্ধনসহ কঠিন কর্মসূচির হুশিয়ারী দিয়ে পথসভা করেছে যাত্রী কল্যাণ পরিষদ। পরে জেলা প্রশাসকের নিকট উঠানামার ভাড়া ৫ টাকা বহাল রাখাসহ ভাড়ার একটি তালিকাও প্রদান করা হয়। পরিষদের সভাপতি শাহ্ জালাল উদ্দিন জুয়েলের সভাপতিত্বে হেলাল উদ্দিন তুর্কির পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপদেষ্ঠা বশিরুল আলম কাওছার, মোঃ আলমগীর রেজা, সফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তি শাহ আলম চৌধুরী মিন্টু, আইনজীবী সমিতির নির্বাহী সদস্য ফয়ছল আহমেদ চৌধুরী, শায়েস্তানগরের মুরুব্বী আলী হাসান, আব্দুল কাদির কাজল, সাংবাদিক জুয়েল চৌধুরী, আফতাবুর রহমান সেলিম, যাত্রী কল্যাণের সহ-সভাপতি দেওয়ান ঝুটন, সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান মিয়া, অর্থ সম্পাদক আফজল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মুহিত রাসেল, মাদক ও দুর্নীতি বিরোধী ফাউন্ডেশনের আহ্বায়ক মিজানুর রহমান, আব্দুল হান্নান সুফল, সহ-সভাপতি সাংবাদিক তানভীর হোসেন, মোঃ আকতার তালুকদার, আরডি হল যুব সংঘের আহ্বায়ক নজরুল ইসলাম চৌধুরী, শিক্ষক আব্দুস সাত্তার, এনামুল হক কাওছার, সৈয়দ রানা, সেলিম খান, হাফেজ রেজাউল করিমসহ বিভিন্ন সংগঠনের শতাধিক মানুষ। পরে পৌরসভায়ও একটি তালিকা দেয়া হয়। বক্তারা অবিলম্বে টমটম চালকদের হাতে শিক্ষার্থী ও নারীসহ সাধারণ মানুষ লাঞ্ছিত হওয়ার তীব্র নিন্দা জানান। তারা বলেন, যদি উঠানামার ভাড়া ৫ টাকা বহাল না করা হয় তবে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন।