Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে সড়ক দখল করে অবৈধ স্থাপনা ও বিদ্যুৎ সংযোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে শহরে অবৈধ দোকানপাট সরানোর নির্দেশ দেয়া হলেও তা আমলে নিচ্ছে না কেউই। দীর্ঘদিন ধরে শহরের শায়েস্তানগর, কোর্ট স্টেশন, চৌধুরী বাজারসহ বিভিন্ন এলাকায় পৌরসভার জায়গা দখল করে ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছে একটি মহল। শুধু তাই নয়, এসব দোকানে রয়েছে, অবৈধ বিদ্যুৎ সংযোগ।
স্থানীয় লোকজন জানান, পিডিবির কিছু অসাধু কর্মচারীদেরকে ম্যানেজ করে মিটার ছাড়াই রাস্তার খুটি থেকে ডাইরেক্ট লাইন এসব দোকানে নেয়া হচ্ছে। এতে একদিকে দূর্ঘটনা ঘটছে অন্যদিকে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি শায়েস্তানগর এলাকার দুই পাশে অবৈধ স্থাপনা থাকায় যানজট সৃষ্টি হয়।
গত মঙ্গলবার পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমসহ কর্মচারীরা শায়েস্তানগরসহ বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা সরাতে নির্দেশ দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন।