Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নোয়াপাড়া রেলস্টেশনে টয়লেট নষ্ট হওয়ার অজুহাতে বিশ্রামাগার বন্ধ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের প্রথম শ্রেণির বিশ্রামাগারটি তালাবদ্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশ্রামাগারে নেই ফ্যান, বাতি ও পানির সুবিধা। স্টেশন মাস্টার জাহিদ হোসেন জানান, খোলা রাখলে এক শ্রেণির মানুষ টয়লেটে গিয়ে পরিবেশ নষ্ট করে ব্যবহারের অনুপযোগী করে ফেলতে পারে আশঙ্কায় বিশ্রামাগারটি দিনরাত বন্ধ রাখা হয়। তিনি জানান, কয়েক মাস ধরেই বিশ্রামাগার সংস্কারের কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। ভেতরে অনেক কাজ করার আছে। ফ্যান, বাল্ব এসব কিছুই নেই বলেও স্বীকার করেন তিনি। তবে কবে নাগাদ সংস্কার কাজ শেষ হবে ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম কি জানতে চাইলে জাহিদ হোসেন কিছুই বলতে পারেননি।
ঢাকা-সিলেট রুটে আন্তঃনগর, পারবাত এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের এবং সিলেট-চট্টগ্রাম রুটে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ রয়েছে এ স্টেশনে। প্রতিদিন এসব ট্রেনে করে নির্দিষ্ট গন্তব্যে শত শত যাত্রী যাতায়াত করে থাকেন। কিন্তু প্রথম শ্রেণির বিশ্রামাগারটি বন্ধ থাকায় এসব ট্রেনের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সাধারণ শ্রেণির যাত্রীদের জন্য নির্ধারিত বিশ্রামাগারটি খোলা রাখা হলেও এখানে ফ্যান ও বাতি না থাকায় যাত্রীদের অস্বস্তিকর অবস্থায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত। এদিকে প্ল্যাটফর্মে আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর এখানে ভুতুড়ে পরিবেশ তৈরী হয়। অন্ধকারে প্রায়ই যাত্রীদের মোবাইল,মানিব্যাগ ছিনতাই হয় বলে অভিযোগ যাত্রীদের।