Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে সরকারি আশ্রায়ন প্রকল্পে অগ্নিকান্ড ॥ ১০ পরিবার নিঃস্ব

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে একটি সরকারি আশ্রায়ন প্রকল্পে অগ্নিকান্ডের ঘটনায় ১০টি বসতঘর মালামালসহ পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে অন্ততঃ অর্ধশত লোক নিঃস্ব ও আশ্রয়হীন হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল অনুমান ৯ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের ভবানীপুর গ্রামের ‘পয়রাটিলা আশ্রায়ন প্রকল্পে’।
ফায়ার সার্ভিস ও প্রত্যদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে আশ্রায়ন প্রকল্পে বসবাসকারী দরিদ্র লোকজনের কাজের খোজে বিভিন্ন স্থানে চলে যান। সকাল ৯ টার দিকে একটি গৃহে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই সে আগুন আশপাশের টিনসেড ঘর গুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। শেষ দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ততক্ষণে অন্ততঃ ১০টি বসতঘর সকল মালামালসহ পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে অন্ততঃ পনের লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় লোকজন দাবি করেছেন। এ ঘটনায় ১০টি পরিবারের প্রায় অর্ধশত লোককে শেষ সম্বলটুকু হারিয়ে আজ থেকে খোলা আকাশের নীচে বসবাস করতে হচ্ছে।
এদিকে, তাৎক্ষণিক ভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে পোষাক বিতরণ করেছেন স্থানীয় পুটিজুরী ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী। অগ্নিকান্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারিনি ফায়ার সার্ভিস। তবে স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পরে।