Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কৃষি যন্ত্রপাতি ও চাল বিতরণ অনুষ্ঠানে এমপি আবু জাহির বিএনপির অপপ্রচারে কান দিলে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হবে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির আমলে যে সার ৬০ টাকা কেজিতে বিক্রি হতো; আওয়ামী লীগ সরকারে এসে সেই সার ১৫ টাকায় বিক্রির ব্যবস্থা করেছে।
এখন বিশ্ববাজারে সংকটের কারণ কেজিতে ৫ টাকা বাড়ানো হয়েছে। কিন্তু এই ইস্যু নিয়ে বিএনপি-জামায়াত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অথচ তারা সারের জন্য আন্দোলনে নামা কৃষকদের গুলি করে হত্যা করেছিল। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি গতকাল হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি এবং ঈদুল ফিতর উপলক্ষে ভিজিডির চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ইউরিয়া সারের বর্তমান দাম ৯৪ টাকা। এর ফলে ৬ টাকা দাম বৃদ্ধির পরও সরকারকে প্রতি কেজিতে ৫৯ টাকা ভর্তুকি প্রদান করতে হচ্ছে। একইভাবে সব ধরণের সারেই ভর্তুকি দেওয়া হচ্ছে। বিএনপি-জামায়াতসহ দেশবিরোধী চক্র বিভিন্ন ইস্যু নিয়ে এখন অপপ্রচারে লিপ্ত হয়েছে। সকলকেই মনে রাখতে হবে বিএনপির অপপ্রচারে কান দিলে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হবে।
পৃথক অনুষ্ঠানে হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রায় আড়াই কোটি টাকা ভর্তুকি মূল্যে ১১টি কম্বাইন্ড হারভেস্টার কৃষকদের নিকট হস্তান্তর করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। পরে তিনি শায়েস্তাগঞ্জ পৌরসভায় নারী-পুরুষদের মাঝে ভিজিডির চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌরসভার মেয়র ফরিদ আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরানসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।