Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অন্তরবর্তীকালীন দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ॥ চলতি মাসেই নির্বাচন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সকল কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জটিলতা নিরসন সংক্রান্ত সভায় এ ঘোষণা দেয়া হয়। এ সময় হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজকে প্রধান নির্বাচন কমিশনার এবং সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি রাসেল চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক শাকিল চৌধুরীকে নির্বাচন কমিশনার করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এই কমিশন এপ্রিল মাসের মধ্যে নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২৩-২৪ ও ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করবে। নির্বাচিত কমিটি ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে। নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত নবগঠিত নির্বাচন কমিশন নবীগঞ্জ প্রেসক্লাবের অন্তর্র্বতীকালীন দায়িত্ব পালন করবে।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগরের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, রাসেল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাব একাংশের সভাপতি এম এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাব একাংশের সভাপতি আশাহীদ আলী আশা ও সাধারণ সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম। দীর্ঘ আলোচনা শেষে নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জটিলতা নিরসন ও সাংবাদিকবৃন্দের ঐক্যের স্বার্থে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।