Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলার সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সম্মাননা পেলেন বানিয়াচং থানার এসআই অমিতাভ

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ জেলার সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সম্মাননা পেলেন বানিয়াচং থানার এসআই অমিতাভ দাস তালুকদার।
গত ৬ এপ্রিল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সকাল ১০ টায় পুলিশ লাইন্সড্রিল শেডে হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এসএমমুরাদ আলি সভাপতিত্বে উক্ত কল্যাণ সভার শুরুতে অত্র জেলারসদর কোর্টে কর্মরত এএসআই (নিরস্ত্র) মোঃ সারোয়ার আলম, বাহুবল মডেল থানায় কর্মরত কনস্টেবল মোঃ আশিকুর রহমান ও আজমিরীগঞ্জ থানায় কর্মরত কনস্টেবল মোঃ আমীর হামজার মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে পুলিশ সুপার অত্র জেলার সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন। সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেয়া হয়। জেলার সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে বানিয়াচং থানার এসআই অমিতাভ দাস তালুকদার এর হাতে সম্মানা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী, মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কান্তি দেব, পুলিশ হাসপাতাল, হবিগঞ্জ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।