Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভার বিপনী বিতানের অর্থ আত্মসাৎ ও জাল-জালিয়াতির মামলায় ॥ বরখাস্তকৃত বাজার পরিদর্শক গোলাম কিবরিয়ার স্ত্রী রোকেয়া গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মামলায় বরখাস্তকৃত বাজার পরিদর্শক গোলাম কিবরিয়ার স্ত্রী রোকেয়া খাতুন গ্রেফতার হয়েছেন। ব”হস্পতিবার বিকেল ৩ টায় পুুলিশ মাধবপুরের পিয়াইম এলাকা হতে রোকেয়া খাতুনকে গ্রেফতার করে। হবিগঞ্জ পৌরসভার পৌর বিপনী বিতানের অর্থ আত্মসাৎ ও জাল জালিয়াতির মাধ্যমে মার্কেটের ফোর বরাদ্দ নেয়ার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।
শহরের প্রধান ডাকঘর সংলগ্ন পৌর বিপনী বিতানের দোতলার উত্তরাংশে ১১২৪ বর্গফুট খালি ফোর স্ত্রী রোকেয়া খাতুনের নামে অবৈধভাবে দীর্ঘদিন নিজের আয়াত্বে রাখেন হবিগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক মোঃ গোলাম কিবরিয়া। পরবর্তীতে ওই ফোরের সাথে আরো ২ হাজার বর্গফুট ফোর বরাদ্দ নিয়ে পৌরসভার অনুমতি ব্যতিরেকে সম্পূর্ন অবৈধভাবে ১৫ টি দোকান কোটা কিবরিয়া ও তার স্ত্রী রোকেয়া খাতুন অবৈধভাবে বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফয়েজ আহমেদ গত ১২ ফেব্রুয়ারী কিবরিয়া ও তার স্ত্রী রোকেয়া খাতুনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সজিব এর নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে অভিযান চালিয়ে রোকেয়াকে গ্রেফতার করে। মামলার প্রধান অভিযুক্ত হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত বাজার পরিদর্শক গোলাম কিবরিয়া এখনো পলাতক রয়েছেন।