Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সরকারী রাস্তা দখল করে জোরপূর্বক দেয়াল নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা গ্রামে সরকারী রাস্তা দখল করে জোরপূর্বক দেয়াল নির্মাণের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন এক ব্যক্তি। গত ৪ এপ্রিল গ্রামবাসীর পক্ষে জিলু মিয়া নামের এক ব্যক্তি ওই অভিযোগ করেন। এর প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সার্ভেয়ার। অভিযোগে উল্লেখ ও গ্রামবাসী বলেন, ওই গ্রামের নামদার মিয়া, ছুফি মিয়া, লতিব মিয়া, রাকিব মিয়াসহ তাদের পক্ষের লোকজন সরকারী গোপাট, খাল রকম ভূমি দখল করার চেষ্টা করছে। যা এলাকার জনসাধারণ ও যানবাহন চলাচলের একমাত্র রাস্তা হিসাবে দীর্ঘদিন যাবত ব্যবহৃত হয়ে আসছে।
অভিযোগে উল্লেখ করা হয়, উল্লেখিতরা গত ৩১ মার্চ সকাল ৮ টার দিকে ওই রাস্তা দখল করার উদ্দেশ্য ঘর দরজা নির্মাণ সহ বাউন্ডারী দেয়াল নির্মাণ করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ ঘটনায় গ্রামবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে অবহিত করে। সকল বাধা ও সামাজিক বিচার পঞ্চায়েত অমান্য করে দেয়াল নির্মাণ চালাতে থাকে প্রভাবশালীরা। অবশেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ৫ এপ্রিল বুধবার দুপুরে নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস,আই ফজলুল হক ও উপজেলা সার্ভেয়ার হাবিবুর রহমান সহ একদল পুলিশ ঘটনাস্থল পৌঁছে জবরদখলকারীদের দেয়াল নির্মাণে বাঁধা প্রদান। তাদের বাধাও অপেক্ষা করে দখল কার্যক্রম অব্যাহত রাখে অভিযুক্তরা। এতে পুলিশ, সরকারী সার্ভেয়ার সহ পঞ্চায়েত পক্ষের লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। এ এনিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। এ ঘটনায় প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।